নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের ইসলামপুর থেকে শেকপাড়া রাজ্য সড়কের উপর শনিবার রাতে নাকা চেকিং চালায় ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোঃ খুরশিদ আলম।
নাকা চেকিংয়ের সময় একটি মোটরবাইকে তিনজন যাওয়ার সময় তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২১০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। ধৃতদের নাম সাজিদুল হক, জাহাঙ্গীর আলম, কাউসার খান, জাহাঙ্গীর আলমের বাড়ি রাণীনগর থানা এলাকায়। সাজিদুল হক ও কাউসার খানের বাড়ি ইসলামপুর থানা এলাকায়।
আরও পড়ুনঃ বিধ্বংসী অগ্নিকান্ড হলদিয়া শিল্পতালুকে
ধৃতদেরকে রবিবার বহরমপুর জেলা আদালতে তোলা হলে, সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে। কোথা থেকে নিয়ে আসা হয়েছে এই নিষিদ্ধ কাশির সিরাপ ও কোথায় পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিল ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584