কোচবিহারে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৩

0
43

মনিরুল হক, কোচবিহারঃ

ফের বড় সাফল্য কোচবিহার জেলা পুলিশের। গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে দেওয়ানহাট কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালালে সেখান থেকে ৬ টি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ডের গুলি উদ্ধার করে পুলিশ।

firearms | newsfront.co
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র। নিজস্ব চিত্র

পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত ওই ২ যুবক আগ্নেয়াস্ত্র গুলো বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় নিয়ে এসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালালে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এবং তাদের জেরা করা হলে আরও এক ব্যক্তির নাম সামনে আসে। এরপরই তাকে কোচবিহার শহরের খাগড়াবাড়ি সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

Police | newsfront.co
নিজস্ব চিত্র

আরও জানা গিয়েছে, আজ তাদের পুলিশ হেফাজতে নেওয়ার আর্জি জানিয়ে কোর্টে পেশ করা হবে।এদিন কোচবিহার জেলা পুলিশ সুপার ডক্টর সন্তোষ নিম্বালকার জানিয়েছেন, গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল রাতে দেওয়ানহাট কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালালে সেখান থেকে দুইজনকে এবং কোচবিহারের খাগড়াবাড়ি এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ ফালাকাটার চা বাগানে উদ্ধার ২টি সাপ

ধৃতদের কাছ থেকে ৬ টি ৭.৬৫ এমএম পিস্তল ও ৪০ রাউন্ডের গুলি উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, কেবল বিক্রি করার উদ্দেশ্যে ওই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসা হয়েছিল নাকি অন্য কোন কারণ রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ নিষিদ্ধ কফসিরাপ, ট্যাবলেট সহ ধৃত ২

প্রসঙ্গত, কোচবিহার জেলায় বিভিন্ন এলাকায় কখনও গাঁজা পাচার আবার কখনও আগ্নেয়াস্ত্র পাচার রুখতে তৎপর কোচবিহার জেলা পুলিশ। গত জুলাই মাসে রানিবাগান সংলগ্ন এলাকা থেকে একজনকে গ্রেফতার করে পুলিশ। তারপরই ফাঁসিরঘাট সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের এই অভিযান চলবে বলে জানা যাচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here