উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
দিল্লির ইজরাইল দূতাবাসে বিস্ফোরণের পর পরই কলকাতার ইডেন গার্ডেন্স এলাকা থেকে উদ্ধার হল ব্যাপক আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা।
কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা জানান, ‘গোপন সূত্রে খবর পেয়েই গুন্ডা দমন শাখার আধিকারিকরা কলকাতার ইডেন গার্ডেন্সের কাছ থেকে তিন ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতদের নাম আব্দুল সেলিম, ইয়াসমিন বেগম ও শাহরুখ মিস্ত্রি।’
আরও পড়ুনঃ বিজেপি যুব মোর্চার জেলা সভাপতির বালুরঘাটের বাড়িতে দুষ্কৃতী হামলা
এদের মধ্যে দুজনের বাড়ি উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে। বাকি একজন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের বাসিন্দা। কীভাবে এই আগ্নেয়াস্ত্র কলকাতায় এল, তা জানার চেষ্টা চালাচ্ছে গোয়েন্দারা। পাশাপাশি গতকালই দিল্লির ইজরাইল দূতাবাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনার পরই তৎপর ছিল কলকাতা পুলিশের গোয়েন্দা।
তাহলে কি অভিযুক্তদের কলকাতাতেও বিস্ফোরণের কোন উদ্দেশ্য ছিল? নাকি এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্য এই আগ্নেয়াস্ত্র তারা কলকাতা এনেছিল তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইবে লালবাজারের গোয়েন্দারা বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584