নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
ফের একবার বড়সড় সাফল্য পেল পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের চটহাট হাপতিয়াগছ ব্রিজের কাছে অভিযান চালায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর একটি বাইকে থাকা তিনজনকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গাঁজা।
এবং তাদের থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতদের নাম রফিক আলম (২১) মহম্মদ জামশেদ (২৬) ও মহম্মদ জালাল (৩৫)। রফিক,জামশেদ চোপড়ার এবং জালাল বারোঘরিয়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃতদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।
যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। এবং উদ্ধার হওয়া গাঁজা চোপড়া থেকে ফাঁসিদেওয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। এর পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদের পর অপর একটি ছিনতাইয়ের ঘটনার কথাও স্বীকার করেন তারা। প্রসঙ্গত বেশ কয়েকদিন আগে ফাঁসিদেওয়া এলাকায় এক আদিবাসী মহিলা একটি ব্যাঙ্ক থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
সেই সময় ওই মহিলার টাকা ছিনতাই করে পালিয়ে যায় কিছু দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে ওই ঘটনায় ধৃতরা জড়িত ছিল। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। এবং তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আদালতে আর্জি জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584