মেখলীগঞ্জে চুরি যাওয়া বাইক উদ্ধার, গ্রেফতার ৩

0
55

মনিরুল হক, কোচবিহারঃ

চুরি যাওয়া মোটর বাইক সহ তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মেখলীগঞ্জ থানার পুলিশ চ্যাংরাবান্ধা এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করার পাশাপাশি চুরি যাওয়া ১টি বাইকও উদ্ধার করেছে।

arrest | newsfront.co
বাইক সহ ধৃত ব্যক্তি ৷ নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ৩ যুবকের নাম মিঠুন সেন, রেজাউল ইসলাম এবং আমিনুর রহমান। তাদের প্রত্যেকেই ময়নাগুড়ি থানার জাবরামালি নতুনবন্দর এলাকার বাসিন্দা । ধৃতদের কাছ থেকে একটি মোটর বাইক উদ্ধার হয়। সেই বাইকে একটি নকল নম্বর প্লেট লাগানো ছিল।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে স্কুটি দুর্ঘটনায় আহত ৩

এর আগে চ্যাংরাবান্ধা সহ মেখলীগঞ্জ ব্লকের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে বাইক পাচারের ঘটনা ঘটেছে। বাংলাদেশ সীমান্তবর্তী চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বাইক চুরির অভিযোগে ৩ যুবকের ধরা পড়ার ঘটনায় বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ ২৫বছর ধরে চিকিৎসকহীন বাগডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, প্রতিবাদ যুবদের

বাইকটি বাংলাদেশে পাচার করা উদ্দেশ্য ছিল কিনা, সে বিষয়েও জিজ্ঞাসাবাদ ও খোঁজখবর শুরু করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here