বিলুপ্ত প্রায় মূল্যবান ছত্রাক উদ্ধার, ধৃত ৩

0
106

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

বহুমুল্য এসার গুম্বা Yaser Gumba (Kira Jari) উদ্ধার করল এসএসবি। মূল‍্যবান ৫ কেজি কিরা জরি ছত্রাক সহ তিনজন ভূটানের নাগরিক গ্ৰেপ্তার ।

এসএসবি ৫৩ ব‍্যাটালিয়ানের জওয়ান ও বনদপ্তরের হ‍্যামিলণ্টণ গঞ্জের বনকর্মীরা যৌথ অভিযান চালিয়ে সোমবার রাতে ভারত ভূটান সীমান্ত জয়গাঁতে মূল‍্যবান হিমালয়ন ৫ কেজি কিরা জরি ছত্রাক সহ তিন জন ভূটানের নাগরিককে গ্ৰেপ্তার করল।

উদ্ধার হওয়া ছত্রাক সহ ধৃতরা।নিজস্ব চিত্র

উদ্ধারকৃত কিরা জরি ছত্রাকের আনুমানিক বাজার মূল‍্য প্রায় ১ কোটির উপরে। কিরা জরি ছত্রাক শুধুমাত্র নেপাল ও ভারতের হিমালয় পাহাড়ে পাওয়া যায় এই ছত্রাক ক‍্যান্সার, সন্তানহীনতা,
হেপাটাইটিস বি সহ বহু ব‍্যাধি প্রতিরোধী।

আরও পড়ুনঃ বিলুপ্তির পথে ঝিনুক থেকে চুন প্রস্তুতি শিল্প

এই ছত্রাক বর্তমানে পাওয়া যায়না বললেই চলে আমাদের দেশে উত্তরাখণ্ডের পাহাড়ে পাওয়া যায় এই ছত্রাক। চিনে এই ছত্রাকের মূল‍্য সোনার চেয়ে তিনগুণ বেশি।

ভুটানে পাচার হবার পথে সোমবার রাতে এসএসবি জওয়ান ও বনদপ্তর গোপনসূত্রে খবর ভূটান থিম্পু বাসিন্দা ছোটেন নামগেল, দোরজি কিয়াং ও কোম্বু দোরজিকে গ্ৰেপ্তার করে এদের কাছ থেকে ৫ কেজি কিরা জারি উদ্ধার হয়েছে উদ্ধারকৃত কিরা জারি এবং ধৃতদের হ‍্যামিলণ্টণ গঞ্জ বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান এস এস বি ৫৩ ব‍্যাটালিয়ানের কমাণ্ডেণ্ট অরবিন্দ কুমার ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here