নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
একশো দিনের কাজে দুর্নীতির প্রতিবাদকে কেন্দ্র করে তৃণমূল -বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার টুকুরিয়ায়। বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
হামলার ঘটনায় মাথা ফাটল সংখ্যালঘু মোর্চার চন্দ্রকোনা দক্ষিণ মণ্ডলের সভাপতি সহ তিন বিজেপি কর্মীর। অভিযোগের তীর শাসকদলের বিরুদ্ধে।জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে একশো দিনের কাজে দুর্নীতির প্রতিবাদ করতে চায় বিজেপি কর্মীরা।
সেই সময় বিজেপি কর্মীদের সাথে বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল কর্মীরা। সাময়িকভাবে গণ্ডগোল মিটে গেলেও বৃহস্পতিবার রাতে গ্রামের রাস্তায় আটকে বিজেপি নেতাকর্মীদের লাঠি রড দিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুনঃ কোলাঘাটে পথ দুর্ঘটনায় মৃত ১
হামলার ঘটনার পর রক্তাক্ত অবস্থায় বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি শ্যামল পণ্ডিত সহ তিনজনকে ভর্তি করা হয়েছে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় চন্দ্রকোনা থানার পুলিশ ৷
অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী পাশাপাশি এই সংঘর্ষের ফলে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584