রাণীনগরে শাপলা ফুল তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু ৩ বালকের

0
93

সজিবুল ইসলাম,মুর্শিদাবাদঃ

শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরে ডুবে একই বাড়ির দুজন বালক সহ মোট তিন বালকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল মুর্শিদাবাদে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রাণীনগরের আড়লপাড়া গ্রামের লা-ডুবা (নৌকোডুবা) এলাকায়।

Drown in pond
মৃত তিন বালক। নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম ফারুক ইয়াসিন (৯), সাকিল শেখ(৭) এরা একই বাড়ির সম্পর্কে খুড়তুতো দাদা ভাই। অন্যজন বাদশা শেখ (৮)। তার বাড়ি ঘটনাস্থল থেকে দু’কিলোমিটার দুরে মোহনগঞ্জে। স্থানীয়রা জানান, শুক্রবার সকাল দশটার দিকে তিনজন মিলে পুকুর থেকে শাপলা ফুল তুলতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেড়িয়েছিল। দুপুর পর্যন্ত ফিরে না আসায় বাড়ির লোকেদের হুঁশ ফেরে।

Pond
ঘটনাস্থল। নিজস্ব চিত্র

পরে খোঁজ করতে গিয়ে দেখেন নৌকাডুবা এলাকার পুকুর পাড়ে ছেলেদের জুতো পড়ে আছে, কিন্তু তাদের খোঁজ নেই। তখনই তাদের সন্দেহ হলে কাল বিলম্ব না করে পুকুরে নেমে খোঁজ করতেই প্রথমে একজনের মৃতদেহ উদ্ধার হয়। তাই দেখে আরও লোকজন নেমে তল্লাশী করতেই পরপর আরও দু’জন সহ মোট তিনজনের দেহ উদ্ধার হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পাশাপাশি চার পাঁচটি গ্রামের মানুষ এলাকায় ভীড় করেন।

খবর পেয়ে রাণীনগর ২ ব্লকের বিডিও অফিস থেকেও আধিকারিকেরা গিয়ে শোকার্ত পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। ঘটনাস্থলে যায় রানিনগরের ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস সহ আরও অনেকে। তারা মৃতদেহ ময়না তদন্তে পাঠানোর পরামর্শ দিলে পরিবারের লোকেরা তা প্রত্যাখ্যান করেন। ঘটনায় শোকাহত পরিবার ও এলাকাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here