নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সারা দেশ তাকিয়ে আছে বিজ্ঞান ভবনে কেন্দ্রের সঙ্গে কৃষক ইউনিয়নের নেতাদের বৈঠকের দিকে, তার মাঝেই কৃষকদের লঙ্গরে তৈরি খাবারই ভাগ করে খেলেন তিন কেন্দ্রীয় মন্ত্রী। এর আগে পাঁচ দফা বৈঠকেই কেন্দ্রের দেওয়া খাবার খেতে অস্বীকার করেছিলেন কৃষক সংগঠনের নেতারা।
এবারও যথারীতি মধ্যহ্নভোজনের জন্য ভ্যানে করে দিল্লি সীমানায় অবস্থানরত কৃষকদের লঙ্গর থেকেই খাবার এসেছিল। কয়েক ঘন্টা বৈঠক চলার পরেই হয় মধ্যাহ্নভোজনের বিরতি। তখনই দেখা যায় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্ত্র সিং তোমার, খাদ্য ও রেলমন্ত্রী পিযূষ গোয়েল এবং বাণিজ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সোম প্রকাশ কৃষকদের লঙ্গর থেকে আনা ভাত ও সবজি সেদ্ধই খাচ্ছেন।
আরও পড়ুনঃ সৌরভকে রাজনীতিতে যুক্ত না হওয়ার পরামর্শ অশোকের
কৃষক ইউনিয়নগুলোর সঙ্গে গত পাঁচটি বৈঠক নিষ্ফলা হলেও ষষ্ঠ বৈঠকে সমাধান সূত্রে মিলবে বলে বৈঠক শুরুর আগে আশাপ্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রীরা। নিজের বাড়িতে ফিরে কৃষকরা নববর্ষ উদযাপন করবেন বলে মনে করছেন মোদী মন্ত্রিসভার সদস্যরা।
আরও পড়ুনঃ শান্তনু ঠাকুরের হাত থেকে মাইক কেড়ে নিল বিজেপি নেতৃত্ব
অন্যদিকে, তিন কৃষি আইন প্রত্যাহারের দাবি কেন্দ্র যতক্ষণ না মেনে নিচ্ছে, ততক্ষণ তাঁরা দিল্লি সীমানায় অবস্থান আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন প্রতিবাদী কৃষকরা। প্রয়োজনে এই ঠান্ডায় খোলা আকাশের নীচেই দিল্লি সীমানায় নববর্ষ উদযাপন করবেন তাঁরা, দাবি বিক্ষোভকারীদের।
এর আগে বিরোধী রাজনৈতিক দলগুলোর অবস্থানকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘নয়া আইনে কৃষকদের থেকে জমি কেড়ে নেওয়া হবে না। বিরোধিরা কৃষকদের ভুল বোঝাচ্ছেন।“ বিক্ষোভকারীদের ক্ষোভ প্রশমনে গত শুক্রবারই কিষাণ প্রকল্পে ১৮ হাজার কোটি দিয়েছেন মোদী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584