বড়বাজারে পাঁচতলা থেকে ৩ শিশুকে ছুঁড়ে ফেলল প্রতিবেশী, মৃত্যু দেড় বছরের এক শিশুর

0
319

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

এত অমানবিক হতে পারে মানুষ! রবিবার বিকেলে বড়বাজারের নন্দরাম মার্কেটের পাঁচতলা থেকে ৩ শিশুকে ছুঁড়ে ফেললেন এক ব্যক্তি। ঘটনায় মৃত্যু হয়েছে দেড় বছরের এক শিশুর। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরেকজন। এক শিশু বারান্দার রেলিং ধরে ফেলায় তেমন আঘাত লাগেনি তার।

Borobazar | newsfront.co
প্রতীকী চিত্র

অভিযোগ, ভবনের ৫ তলা থেকে শিশুটিকে ছুঁড়ে ফেলে শিবকুমার গুপ্তা নামে এক ব্যক্তি। শুরু সামান্য ওই শিশুদের খেলা নিয়ে। পাঁচতলার বারান্দায় কয়েকটি শিশু খেলছিল। কিন্তু সেই শিশুদের খেলায় আপত্তি ছিল আবাসিকের। আপত্তি না শোনায় রাগের চোটে সেই শিশুদের মধ্যে তিনজনকে ছুঁড়ে ফেলে দেন তিনি।

আরও পড়ুনঃ নাম বদলে পাকিস্তান পালানোর ছক ছিল তানিয়ার

এদের মধ্যে ২ শিশু পাঁচতলা থেকে নিচে পড়ে যায়। দেড় বছরের দুধের শিশুর মৃত্যু হয় সঙ্গে সঙ্গে। মাটিতে পড়ে থেঁতলে যায় মুখ, চোখ। কোনওক্রমে রেলিং ধরে রক্ষা পায় এক শিশু। সাত বছরের আরেকজনের শরীর জড়িয়ে যায় তারে। তাকে উদ্ধার করেন এলাকার মানুষ। সরাসরি মাটিতে না পড়ায় বাকি দু’জন কোনওমতে বেঁচে যায়।

আরও পড়ুনঃ কেরালার পর কলকাতা! কলেজ স্ট্রিটে সারমেয়র গলা-পা কাটা দেহ

এই পুরো ঘটনার এমনই বর্ণনা দিয়েছেন এলাকার স্থানীয় মানুষেরা। ঘটনার পর অভিযুক্ত শিবকুমার গুপ্তাকে গ্রেফতার করেছে বড়বাজার থানার পুলিশ। শিশুদের কোলাহলে ‘অতিষ্ঠ’ হয়ে সে শিশুগুলিকে ছুঁড়ে ফেলেছে বলে জানিয়েছে অভিযুক্তরা। সঙ্গে সঙ্গে শিশুদের উদ্ধার করে মেডিক্যাল কলেজে নিয়ে যান আত্মীয় ও প্রতিবেশীরা। সেখানে দেড় বছরের শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। এমন নারকীয় কাণ্ডে স্তম্ভিত হয়ে গিয়েছেন অন্যান্য ব্যবসায়ীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here