নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

পরিত্যাক্ত এলাকায় প্ল্যাসটিক কুড়াতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম হল তিন কিশোর।ঘটনায় আশঙ্কাজনক দুই জন।তিন কিশোর বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন।রবিবার দুপুরে মালদার পুখুরিয়া থানার কুমারগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে।

বোমা বিস্ফোরণের ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে ঘটনায় জখম হয়েছে জাহির শেখ(১৪)বাবা মালেক মিজ্ঞা। রফিকুল নাদাফ(১৪)বাবা নুরুদ্দিন।এই দুই কিশোকের হাত সহ শরীরের বিভিন্ন জায়গাই গভীর ক্ষত রয়েছে। চাঁদ মিঞা (১৩)বাবা এজাবুল আলি। চাঁদের জখম তুলনায় কম। তিন কিশোরের বাড়ি পুখুরিয়া থানার গোবরজনা লোকড়া গ্রামে।
আরও পড়ুনঃ প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে উদ্ধার বোমা


প্রত্যেকে স্থানীয় মুরচা হাই স্কুলের পড়ুয়া। পরিবার সুত্রে জানা গিয়েছে এদিন তিন জন মিলে বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে কুমারগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় প্ল্যাস্টিক কুড়াতে যায়।সেই সময় পরিত্যাক্ত এলাকায় একটি ক্যৌট পেয়ে সেটিকে নাড়াই দুই কিশোর সেই সময় বোমা বিস্ফোরণ ঘটে।স্থানীয়রা জখম কিশোরদের উদ্ধার করে মালদহ মেডিকেলে পাঠায়। বর্তমানে সেখানেই চলছে চিকিৎসা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584