এনআইআরএফ-এর তালিকায় একই শিক্ষা গোষ্ঠীর তিনটি কলেজ

0
52

মোহনা বিশ্বাস, ডেস্কঃ

সম্প্রতি ঘোষণা করা হয় ন্যাশেনাল ইন্ডিয়ান র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) ২০২০। ভারতের বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম একটি শিক্ষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনটি কলেজের নাম উঠে এল এনআইআরএফের তালিকায়। দেশের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি নিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের পদমর্যাদা এই এনআইআরএফ-এর তালিকায় স্থান পেয়েছে একই শিক্ষা গোষ্ঠীর তিনটি কলেজ, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কলেজ।

student | newsfront.co
প্রতীকী চিত্র

এই প্রথম পূর্ব ভারতে একক শিক্ষা প্রতিষ্ঠান সেরার কৃতিত্ব পেল। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি ও গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই নিয়ে চতুর্থবার এনআইআরএফ-এর তালিকায় নিজেদের জায়গা করে নিতে পেরেছে।

আরও পড়ুনঃ উপমুখ্যমন্ত্রী সহ ৪ মন্ত্রীর পদত্যাগ, মণিপুরে চরম সংকটে বিজেপি নেতৃত্বাধীন সরকার

এবছর ফার্মাসি বিভাগে ৬৭ নম্বরে রয়েছে গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ। ওই শিক্ষাগোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং জানান, “আমাদের সকলের প্রচেষ্টাই আজ আমাদের এই জায়গায় পৌঁছতে সাহায্য করেছে। দেশের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে জায়গা করে নিতে পেরে আমরা আপ্লুত। এই ধরনের সাফল্যই আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা দেবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here