নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও ঝাড়গ্রাম জেলায় অবস্থিত চারটি কলেজের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো তিন দিনের ওয়েবনিয়ার বা অনলাইন আলোচনা চক্র। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরীতে অবস্থিত ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের আইকিউএসি, চন্দ্রকোনার গৌরব গুইন মেমোরিয়াল মহাবিদ্যালয়ের এন এস এস এবং শিক্ষা বিজ্ঞান বিভাগ, হাওড়া জেলার শ্যামপুরে অবস্থিত শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের আইকিউএসি এবং ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের কুলটিকরী শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়।
এই চারটি কলেজের উদ্যোগে তিন দিনব্যাপী আলোচনাচক্র সংগঠিত হলো অনলাইনের মাধ্যমে। “In Search of Counciousness and Healthy Living” শীর্ষক এই আলোচনা চক্রে উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেন স্বামী দিব্যগুণানন্দজী মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দি, বেলুড় মঠ, ডঃ দেবদুলাল দত্ত রায়, সভাপতি রাবীন্দ্রিক সাইকোলজি রিসার্চ ইনস্টিটিউট এবং বিভাগীয় প্রধান, সাইকোলজি রিসার্চ ইউনিট, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতা, চিকিৎসক ডাঃ সৌমিত্র বসু , এমবিবিএস, এমডি, ডঃ তুহিন কুমার সামন্ত অধ্যাপক, শিক্ষা বিজ্ঞান বিভাগ, বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রমুখ বিশিষ্ট জনেরা।
আরও পড়ুনঃ ফিউচার কেয়ারের উদ্যোগে ওয়েবসাইটের মাধ্যমে সাংস্কৃতিক প্রতিযোগিতা
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলা এই আলোচনা চক্রে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ এবং ঋষি অরবিন্দের চিন্তাভাবনা ও দর্শন এর মাধ্যমে চেতনা ও স্বাস্থ্যকর জীবন যাত্রার সন্ধান কিভাবে পাওয়া যায় তা বক্তাগণ তাঁদের আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন।
আরও পড়ুনঃ হোমের আবাসিকদের টিকাকরণে কড়া নির্দেশ হাইকোর্টের
এই আলোচনা চক্রে সঞ্চালনা করেন ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা সুলগ্না চক্রবর্তী, সহকারী অধ্যাপক চিরঞ্জিত সেতুয়া, গৌরব গুইন মেমোরিয়াল কলেজের শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পঙ্কজ কুমার পাল এবং কুলটিকরী শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় এর সহকারী অধ্যাপিকা প্রিয়াঙ্কা শীট প্রমুখ।
অনলাইনের মাধ্যমে চলা এই আলোচনা চক্রে, নৃত্য পরিবেশন করেন ঋষি অরবিন্দ কলেজের সহ অধ্যাপিকা সহেলী বেরা খান এবং ছাত্রী আয়সী কর। আলোচনা চক্রের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে ঋষি অরবিন্দ কলেজের সম্পাদক মিঠুন বারিক শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদজ্ঞাপন করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584