নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
দুর্গাপুজো কাটতে না কাটতেই রাজ্যে ক্রমশ ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। পুজোয় মানুষের লাগামছাড়া ভিড় দেখেই চিকিৎসক মহল এই আশংকার কথা শুনিয়েছিলেন। পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে জেলায় জেলায় বাড়ছে কন্টেনমেন্ট জোন।
করোনা আক্রান্তের সংখ্যা এতটাই বেড়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলায় যে, সোনারপুর- রাজপুর এলাকায় কার্যত লকডাউনের সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর- এই তিন দিন পুর এলাকার সমস্ত বাজার এবং দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশিকাও জারি করেছে রাজপুর-সোনারপুর পুরসভা।
আরও পড়ুনঃ করোনার দাপট আরও বাড়ল, চিনে ‘গৃহবন্দি’ ৪০ লক্ষ মানুষ
এই তিন দিন যাবতীয় দোকানপাট এবং বাজার বন্ধ থাকলেও ওষুধ-সহ অন্যান্য অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকান খোলা থাকবে। বারুইপুরের মহকুমাশাসক সুমন পোদ্দার বলেন, তিন দিন সব কিছু বন্ধ থাকলে সংক্রমণের শৃঙ্খল ভাঙা সম্ভব। পাশাপাশি কড়া নজরদারি চালানো হবে কন্টেনমেন্ট জোনগুলিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584