নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় চারঘণ্টা ধরে বিভিন্ন এলাকায় বন্দুক নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। ওই হামলায় মৃত্যু হয়েছে ৩ জনের এবং আহত আরও ৪ জন। টানা চারঘণ্টা বিভিন্ন এলাকায় তাণ্ডব চালানোর পর পুলিশের গুলিতে মৃত্যু হয় ওই বন্দুকবাজের।
শনিবার দুপুর থেকে শিকাগো শহরের বিভিন্ন প্রান্তে আচমকাই আক্রমণ শুরু করে বন্দুকধারী এক ব্যক্তি। সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন ওই ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই বন্দুকবাজের নাম নাইটিঙ্গেল, কিন্তু হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, একই সঙ্গে হামলাকারীর মানসিক সুস্থতা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে পুলিশের তরফে।
আরও পড়ুনঃ জাভা সমুদ্রে ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমান যাত্রীদের দেহাংশ উদ্ধার
প্রথমে শিকাগো বিশ্ববিদ্যালয় চত্বরে হামলায় চালায় ওই বন্দুকবাজ। তার বন্দুকের গুলিতে এক ছাত্রের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্কিং লটে নিজের গাড়িতে বসেছিলেন ওই ছাত্র। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকবাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রের।
এরপর একটি অ্যাপার্টমেন্টে আচমকা ঢুকে পড়েন ওই ব্যক্তি। সেখানকার নিরাপত্তারক্ষীকে জখম করে নিশানা করেন এক বৃদ্ধাকে। ঘাড়ে গুলি লাগে নিরাপত্তা রক্ষীর,গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছু সময় পরেই মৃত্যু হয় নিরাপত্তা রক্ষীর। তারপরে ঘটনাস্থল থেকে এক পরিচিত ব্যক্তির গাড়ি চুরি করে পালিয়ে যায় নাইটিঙ্গেল।
আরও পড়ুনঃ বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল পাকিস্তানের বড় অংশ
তার পরের শিকার এক নাবালিকা রেস্তরাঁর কর্মী। তাকেও নিশানা করে গুলি চালায় এবং গাড়ি নিয়ে পালিয়ে শিকাগো সীমান্তে পৌঁছায়।এদিকে একের পর এক হামলার খবর পেয়ে সতর্ক হয়ে যায় শিকাগো পুলিশও। শিকাগো সীমান্তে পার্কিং লটে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে মৃত্যু হয়েছে নাইটিঙ্গেলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584