ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
মেঘভাঙা বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের উত্তর কাশি জেলার মান্দো গ্রামে প্রাণ হারিয়েছেন একই পরিবারের অন্তত তিনজন। একই এলাকা থেকে নিখোঁজ আরো চার জন।
রবিবার সারাদিন ধরে প্রবল বৃষ্টি হয়েছে উত্তরাখণ্ডের সর্বত্র, কিন্তু মেঘভাঙা বৃষ্টির জেরে পরিস্থিতি ভয়াবহ হয়েছে উত্তর কাশি জেলায়। জল জমেছে বিভিন্ন রাস্তায় বেশ কিছু জায়গায় ধস নামার পরিস্থিতিও তৈরি হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ঋষিকেশ-গঙ্গোত্রী জাতীয় সড়কও অবরুদ্ধ হয়েছে এই বৃষ্টিপাতের জেরে। মারা গিয়েছেন একই পরিবারের তিনজন। খোঁজ নেই আরো চারজনের।
Uttarakhand: Rescue operation underway at Uttarkashi's Mando village where a cloudburst incident claiming at least three lives was reported, yesterday pic.twitter.com/EocGek8uc6
— ANI (@ANI) July 19, 2021
উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা বাহিনীর ইনস্পেক্টর জগদম্বা প্রসাদ জানিয়েছেন, মেঘভাঙা বৃষ্টির পর উত্তর কাশি জেলার মান্দো গ্রামে মৃত্যু হয়েছে তিন জনের। চার জনের খোঁজ পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুনঃ পেগাস্যাস স্পাইওয়্যার কাজে লাগিয়ে ফোন হ্যাক ও নজরদারি! সুব্রহ্মণ্যম স্বামীর টুইট ঘিরে জল্পনা
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারও উত্তরাখণ্ড রাজ্য জুড়ে অতি ভারী বৃষ্টি চলবে। এছাড়াও উত্তর ভারতের জম্মু এবং কাশ্মীর, লাদাখ, গিলগিট, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584