নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল ডোমকল থানার অন্তর্গত ভাতশালা মোড়ে। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, বহরমপুর থেকে বক্সীপুরগামী একটি যাত্রীবাহী বাস একটি টোটোকে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের।

ঘটনায় আহত হয় প্রায় আটজন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদের দেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ার কারনে তিনজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জানা গেছে, হাসপাতালে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। সূত্র থেকে জানা গেছে, মৃতরা হলেন কল্পনা বিবি(২০), ফারিনা খাতুন(৫)। মৃত কল্পনা বিবি অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।



আরও পড়ুনঃ বিজেপির ব্রিগেড ফেরত গাড়িতে আগুন
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক এবং ডোমকল পুরসভার পুরপ্রধান নিজে উদ্যোগী হয়ে তাদের গাড়িতে করে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। শেষ পাওয়া খবর পর্যন্ত জানা গেছে এখনও উদ্ধার কার্য চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584