নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ফ্রান্সে আবার ছুরি নিয়ে আক্রমণ, শিরশ্ছেদ মহিলার আহত অনেকে। ফ্রান্সের নিস শহরে এক চার্চে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটল। এক মহিলার শিরশ্ছেদ করেছে হামলাকারী। ছুরি নিয়ে এই হামলায় আরও ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে সন্ত্রাসবাদ বলে বর্ণনা করেছেন শহরের মেয়র।

হামলাকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে জানিয়ে টুইট করেছেন মেয়র ক্রিশ্চিয়ান এস্ট্রোসি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, হামলায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে।
আরও পড়ুনঃ বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবী, রাতের আকাশে দেখা মিলবে ব্লু মুনের
ফ্রেঞ্চ এন্টি-টেরোরিস্ট প্রসিকিউটর্স ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, এই হামলার ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, হামলার ঘটনার পরই গোটা চার্চকে ঘিরে ফেলা হয়েছে। ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স ও ফায়ার ব্রিগেড সার্ভিস পৌঁছে গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584