নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
লাহোরে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার। লাহোরের আনারকলি বাজার এলাকায় এদিন বিস্ফোরণটি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে অন্তত ৩ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন ২৩ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা।
বিস্ফোরণের ঘটনায় আহত ২৩ জন কে ভর্তি করা হয়েছে মেয়ো হাসপাতালে। ২৩ জনের মধ্যে ৪ জন গুরুতর ভাবে আহত এমনটাই জানা গিয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান এই বিস্ফোরণে বোমা ব্যবহার করা হয়েছে তবে ঠিক কি ধরণের বোমা সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি পুলিশ।
লাহোর পুলিশের ডেপুটি কমিশনার জানান, দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ বিস্ফোরণটি ঘটে। তিনি এও জানিয়েছেন যে, বিস্ফোরণ যেখানে হয়েছে সেই এলাকাটি লাহোরের ‘সেফ সিটি’ প্রকল্পের আওতায় পড়ে।
আরও পড়ুনঃ পর্নহাব সাইটের সিইও-র দাবী তাঁর প্রাসাদে কোন উগ্র ধর্মীয় সংগঠন রাগের জ্বালায় ঘটিয়েছে অগ্নিকান্ড
লাহোর পুলিশের ডিআইজি (অপারেশন) মহম্মদ আবিদ খান জানিয়েছেন যে, ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং ঠিক কি ভাবে এই বিস্ফোরণ ঘটেছে তদন্ত চলছে সে নিয়েও। এই বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদার আশ্বাস দিয়েছেন যে, এই ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত খুঁজে বের করে আইন মোতাবেক শাস্তি দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584