নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বাইক আরোহীর, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল সমগ্র এলাকায়,ঘটনাটি ঘটেছে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার আরামবাগ-ঘাটাল রাজ্য সড়কের বামারিয়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরামবাগ থেকে ঘাটাল গামী একটি পণ্যবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটর বাইকে করে তিনজন বাইক আরোহী গিয়ে সজোরে পণ্যবাহী ট্রাকের মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর এবং গুরুতর আহত হয় অপর একজন ।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ার জগন্নাথপুরে পিকআপ ভ্যান- ট্রেকারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১ আহত ২
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ ৷ একজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয় ঘাটাল হাসপাতালে, সেখানেই মৃত্যু হয় তার, পুলিশ জানায় মৃত ৩ ব্যক্তি হুগলির বৈতলের বাসিন্দা, যদিও এখনও তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এই দুর্ঘটনার ফলে দীর্ঘক্ষণ ঘাটাল চন্দ্রকোনা রোড অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় যান চলাচল, অন্যদিকে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সমগ্র এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584