যুক্তরাষ্ট্রের এক স্কুলে ১৫ বছর বয়সী বন্দুকবাজের হামলা, নিহত ৩ শিক্ষার্থী

0
69

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে এক শিক্ষকসহ আরও সাতজন শিক্ষার্থী। স্থানীয় সময় মঙ্গলবার মিশিগান অঙ্গরাজ্যের অকল্যান্ড কাউন্টির একটি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। হামলার খবরটি নিশ্চিত করেছেন অকল্যান্ড কাউন্টির শেরিফ অফিসের কর্মকর্তারা।

US school shooting
সৌজন্যেঃ ইকোনমিক টাইমস

হামলার ঘটনার পর একটি বিবৃতি প্রকাশ করেছে স্থানীয় পুলিশ। সেখানে বলা হয়, হামলার পর ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটকের সময় কিশোর টি কোন প্রকার বাধা প্রদান করেনি বলে পুলিশ জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরের পর জরুরি সহায়তা নম্বরে শতাধিক ফোনকল আসে। জানানো হয়, প্রায় পাঁচ মিনিট ধরে ১৫ থেকে ২০টি গুলি চালানোর ঘটনা ঘটেছে। প্রথম ফোনকল পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ওই বন্দুকধারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে হামলার কারণ সম্পর্কেও কোনো তথ্য দেয়নি সে। হামলার ঘটনাকে ‘দুঃখজনক’ আখ্যায়িত করেছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা মাইকেল ম্যাকক্যাবে।

আরও পড়ুনঃ কানাডার স্কুলগুলো যেন নির্যাতনের কারখানা! ভয়ংকর তথ্যে উঠে এসেছে আল-জাজিরার প্রতিবেদনে

নিহতদের মধ্যে আছে ১৪ ও ১৭ বছর বয়সী দুইজন কিশোরী এবং ১৬ বছরের এক কিশোর। আহত আটজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে ৬ জনের অবস্থা স্থিতিশীল। বাকি দুইজন আশঙ্কাজনক অবস্থায় আছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here