মুম্বইয়ে ধারাভির ছায়ার কলকাতায়! বেলগাছিয়া বস্তিতে ৬ অসুস্থের মধ্যে একদিনে মৃত ৩

0
240

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

কিছুদিন আগেই ২ ফুটপাথবাসীর দেহে করোনা আক্রান্তের খবর মিলেছিল। এবার উত্তর কলকাতায় বেলগাছিয়ার একটি বস্তিতে ৪৮ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ থেকে বেড়ে ৬ হওয়ায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Corona positive | newsfront.co
প্রতীকী চিত্র

এরই মধ্যে ওই বস্তিতে থেকে আরজিকর হাসপাতালে ভর্তি ৩ জন ইতিমধ্যেই মারা গিয়েছে বলে খবর।সোমবারও ওই বস্তির বাসিন্দা ৬১ বছরের এক ব্যক্তির বেলেঘাটা আইডিতে মৃত্যু হয়, যা ওই হাসপাতালে প্রথম। এই নিয়ে ৫ দিনে ৫ জনের মৃত্যু হলেও তাদের মৃত্যুর আসল কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুনঃ বেলেঘাটা আইডিতে শুরু হচ্ছে প্লাজমা থেরাপি

এদিকে ওই বস্তিতে এভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মুম্বইয়ের ধারাভি বস্তির ছায়া দেখছেন অনেকেই। বেলগাছিয়ার ওই বস্তিতে প্রায় ৬০ হাজার মানুষ বাস করে। বস্তির ঘটনায় উদ্বিগ্ন কলকাতার মেয়র নিজেও।ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন তিনি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতি বোরোয় একজন ম্যানেজার, ওয়ার্ড পিছু দু’জন করে সহকারি ম্যানেজার নিয়োগ করা হবে।

ঘটনার ফলে বেলগাছিয়া সহ শহরের সব বস্তিতে স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি ঘুরে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই সিল করে দেওয়া হয়েছে বেলগাছিয়া বস্তি এলাকা। বস্তি থেকে ঢোকা এবং বেরোনোর সব রাস্তাই আপাতত বন্ধ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here