নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
উত্তরপ্রদেশের শামলিতে ‘ভুলবশত’ তিন বৃদ্ধাকে করোনা টিকার বদলে দেওয়া হল জলাতংকের টিকা। বিষয়টি সামনে আসার পর তদন্তের নির্দেশ দিয়েছেন শামলির জেলা শাসক জসজিত কাউর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিকা নেওয়ার কিছু সময় পরে এক বৃদ্ধার কিছু শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় তিনি স্থানীয় চিকিৎসকের কাছে যান। চিকিৎসককে টিকার কাগজ দেখালে জানা যায় আসল ঘটনা, করোনা টিকার বদলে তাঁকে দেওয়া হয়েছে জলাতংকের টিকা।
আরও পড়ুনঃ উত্তরোত্তর বাড়ছে করোনা সংক্রমণ, সরকারি অফিসে হাজিরা কমিয়ে ৫০ শতাংশ
ঘটনার সত্যতা স্বীকার করেছেন সামলির জেলা শাসক জসজিত কাউর। তিনি জানান, স্বাস্থ্য কেন্দ্রে টিকা নিতে গিয়ে তিন জন বৃদ্ধা ভুল লাইনে দাঁড়ান। অর্থাৎ করোনা টিকার লাইনের বদলে তাঁরা জলাতংকের টিকার লাইনে দাঁড়িয়েছিলেন। স্বাস্থ্যকর্মী যখন তাঁদের জিজ্ঞাসা করেন যে টিকা নেবেন কিনা, উত্তরে তাঁরা হ্যাঁ বলায় এই বিপত্তি ঘটেছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক।
আরও পড়ুনঃ বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির ও জ্ঞানভাপি মসজিদ নিয়ে বিতর্ক, পরিদর্শনে এএসআই’কে অনুমতি আদালতের
প্রশ্ন উঠছে, তাঁরা না হয় ভুল লাইনে দাঁড়িয়েছিলেন কিন্তু কর্মরত স্বাস্থ্য কর্মী কিসের ভিত্তিতে তাঁদের জলাতংকের টিকা দিলেন? টিকা দেওয়ার আগে তার মানে তিনি কোনকিছুই খতিয়ে দেখেননি! প্রশ্ন উঠছে উত্তর প্রদেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584