সুদীপ পাল,বর্ধমানঃ
ভোটের পালে হাওয়া দিতে তিন হেভিওয়েট মানুষ বর্ধমানে আসছেন তাও আবার একই দিনে।
বর্ধমানে ভোটের পারদ চড়ছে তা বেশ বোঝা যাচ্ছে।আগামী সোমবার ২২এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা।

বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বিকেল ৪টেয় বর্ধমান শহরে উৎসব ময়দানে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে দলীয় প্রার্থী এসএস আলুওয়ালিয়ার সমর্থনে নির্বাচনী সভায় অংশ নেবেন। একই দিনে ধাত্রীগ্রাম স্কুল মাঠে সকাল সাড়ে ১১টা নাগাদ বর্ধমান পূর্ব কেন্দ্রের দলীয় প্রার্থী পরেশচন্দ্র দাসের সমর্থনে নির্বাচনী সভায় অংশ নেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।ঐদিন মুখ্যমন্ত্রী বেলা ১টায় প্রথম সভা করবেন পূর্বস্থলী-২ ব্লকের বুড়োরাজতলায়। এরপর হেলিকপ্টারে আসবেন বর্ধমান-১ ব্লকের দেওয়ানদিঘি।
দেওয়ানদিঘিতে দিনের দ্বিতীয় সভা সেরে মুখ্যমন্ত্রী যাবেন রায়না-১ ব্লকের সেহেরাবাজার।এখানে বিকেল ৩টে নাগাদ নির্বাচনী সভা শেষে তিনি যাবেন দুর্গাপুর।
অমিত শাহের নির্বাচনী সভায় গোটা লোকসভা কেন্দ্র থেকে বিজেপি কর্মী-সমর্থকদের আনার পরিকল্পনা নিচ্ছে গেরুয়া শিবির। বর্ধমান পূর্ব লোকসভার অধীন কাটোয়া, কালনা, মেমারি সহ দক্ষিণ দামোদর থেকে যোগী আদিত্যনাথের সভায় কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে বিজেপি।
আরও পড়ুনঃ দৈনন্দিন হিসাবের রেজিস্ট্রার না মানায় নোটিশ বিজেপি তৃণমূল এসইউসির তিন প্রার্থীকে
অন্যদিকে কালনা,কাটোয়া, পূর্বস্থলী-১ ও ২,মন্তেশ্বর থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের পূর্বস্থলীতে মুখ্যমন্ত্রীর বুড়োরাজতলায় নির্বাচনী সভায় নিয়ে যাওয়া হবে।সেই জন্য কত সংখ্যক বাস লাগবে তার হিসাব প্রস্তুত হয়ে গেছে।মুখ্যমন্ত্রী সমস্ত সভা যাতে যথাযথ হয় সেজন্য প্রস্তুতি বৈঠক করছেন শীর্ষ নেতৃত্ব এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584