নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
শনিবার গভীর রাতে বিহারে গয়ার বারাচট্টি জঙ্গলে সেনা-পুলিশের সঙ্গে চলে মাওবাদীদের গুলির লড়াই। অভিযান চালিয়ে মাওবাদী জোনাল কমান্ডার-সহ মোট তিনজনকে খতম করেছে নিরাপত্তা বাহিনী।
অভিযোগ আসছিলো, জঙ্গল লাগোয়া বিভিন্ন গ্রামে ঢুকে প্রায়ই হামলা চালাচ্ছে মাওবাদীরা। আগাম খবর ছিল শনিবার রাতেও গ্রামে ঢুকতে পারে মাওবাদীদের দল। এই খবরের ভিত্তিতে শনিবার গভীর রাতে পাটনা থেকে ১০০ কিমি দূরের বারাচট্টি জঙ্গলে তল্লাশি শুরু করে সেনা-পুলিশ বাহিনী, এরপরই শুরু হয় উভয় পক্ষের গুলির লড়াই।
আরও পড়ুনঃ শ্রমিকদের ১২ঘন্টা কাজ করানোর যাবে, কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের খসড়া প্রস্তাব
পুলিশ সূত্রে খবর, এনকাউন্টারে নিহত মাওবাদী জোনাল কমান্ডার অলোক যাদব-সহ আরও দু’জন। অত্যাধুনিক একে ও ইনসাস সিরিজের রাইফেল বাহিনী উদ্ধার করেছে মৃতদের কাছ থেকে। পুলিশ জানিয়েছে, ২০৫ নম্বর কোবররা ব্যাটেলিয়ানের জওয়ানদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে।
আরও পড়ুনঃ মেনকার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের কাছে জবাবদিহি চাইল সুপ্রিমকোর্ট
জোনাল কম্যান্ডার অলোক যাদবের নেতৃত্বেই বিহার ও ঝাড়খণ্ডের বেশিরভাগ মাওবাদী হামলার বেশিরভাগ হামলার ঘটনা ঘটতো বলে জানা গিয়েছে। হামলার ব্লুপ্রিন্ট তৈরি থেকে নতুনদের প্রশিক্ষণ, সবেতেই তুখোড় ছিল অলোক। গত কয়েক মাস ধরেই মরিয়া হয়ে তাকে খুঁজছিল পুলিশ, অবশেষে বারাচট্টি জঙ্গলে শনিবার রাতের অভিযানে এল সাফল্য।
নাশকতামূলক ঘটনার আশঙ্কায় বিহার ও ঝাড়খণ্ডে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বিহার থেকে ঝাড়খন্ড হয়ে বাংলায় যাতে মাওবাদীরা ঢুকতে না পারে সে কারণে অধিক সতর্ক রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584