ফোর্বসের তালিকায় প্রথম কুড়িতে তিন ভারতীয়র নাম, গর্বিত দেশবাসী

0
492

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

ফোর্বস প্রতিবছরই যোগ্য, ক্ষমতাশালী ব্যক্তিদের একটি তালিকা তৈরি করে। বছর বছর এই তালিকা চমকে দেয় জনসাধারণকে। এবারেও তাই হল। ২০২০-র ফোর্বস ইন্ডিয়ার তালিকায় প্রকাশিত ২০ জন তাৎপর্যমূলক নামের মধ্যে রাখা হয়েছে তিন এমন নাম, যারা খুব কম সময়ের মধ্যেই নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছেন।

মহুয়া মৈত্র, কানহাইয়া কুমার ও প্রশান্ত কিশোর(বামদিক থেকে ডানদিক)। চিত্র সৌজন্যঃ ইকোনমিক টাইমস, ইন্ডিয়া ডট কম, টাইমস অফ ইন্ডিয়া

তালিকায় রয়েছেন তৃণমূল নেত্রী, সাংসদ মহুয়া মৈত্র। নিজের প্রথম সংসদীয় বৈঠকে মোদি সরকারের ফ্যাসিজমকে সবার সামনে তুলে ধরে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা প্রত্যেক বাঙালী থেকে ভারতবাসী চাক্ষুষ করেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পাশাপাশি এইরকম আন্তর্জাতিক উল্লেখ, তৃণমূল কংগ্রেস থেকে উঠে আসা একমাত্র মহুয়াই পেয়েছেন।

এছাড়াও রয়েছে আরও দুই নাম, জেএডইউ নেতা প্রশান্ত কিশোর এবং ছাত্রনেতা কানহাইয়া কুমার।

ফোর্বস মহুয়া মৈত্রের সংসদে সেই ভাষণের কথা উল্লেখ করেছে। ২০০৯ সালে কংগ্রেসে যোগ দিয়ে রাজনৈতিক যাত্রারম্ভের শুরু মহুয়ার। যদিও এক বছর পর তৃণমূলে আসেন মহুয়া।

জাতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০১৯ সালে তাঁর প্রথমবারের সাংসদ ভাষণে তিনি বলেছিলেন, “যদি আপনারা চোখ খোলা রাখেন, তাহলে নিশ্চিতভাবেই দেখতে পাবেন যে গোটা দেশ ফ্যাসিবাদের দিকে এগিয়ে চলেছে। বিভাজনের রাজনীতির হাত ধরে দেশ কার্যত ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। সর্বত্র এর চিহ্ন দেখা যাচ্ছে।

এছাড়াও সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইন নিয়েও সোচ্চার হতে দেখা গিয়েছে মহুয়াকে। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও করেছেন বাংলার এই সাংসদ।

অন্যদিকে ফোর্বস-এ জায়গা পেয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তাঁর বুদ্ধিকে কাজে লাগিয়ে ২০১৪ সালে ক্ষমতায় এসেছিল মোদি সরকার। বিহারে নীতিশ-লালু-কংগ্রেসের সরকারকেও ক্ষমতায় এনেছিলেন তিনিই। পাশাপাশি ২০১৯ এ লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর ঘুরে দাঁড়াতে তৃণমূল সুপ্রিমোকে তাঁরই শরণাপন্ন হতে হয়েছিল। ২০১১ সালে গুজরাতে নির্বাচনে বিজেপিকে জেতানোয় ভূমিকা ছিল তাঁর। এমনকী ২০১৯ সালে তেলেঙ্গানায় ওয়াইএসআর জগন মোহন রেড্ডি ও মহারাষ্ট্রে শিবসেনার হয়ে প্রচারে ঝড় তুলেছিল তাঁর সংস্থা আইপ্যাক। তৃণমূলের পাশাপাশি বর্তমানে দিল্লিতে অরবিন্দ কেজরিবালের আম আদমি পার্টিরও ভোটকুশলী তিনি।

আরেকজন যুব ব্যক্তিত্বকে মর্যাদার আসনে বসিয়েছে ফোর্বস। তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমার। ২০১৬ সালে জেএনইউ-তে ছাত্রনেতা থাকাকালীন তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আসার পর গোটা দেশের রাজনৈতিক মঞ্চে সাড়া ফেলে দিয়েছিলেন কানহাইয়া। এরপর তিনি ২০১৯ সালে সিপিআই-এর টিকিটে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসাবে মনোনীত হয়েছিলেন। তবে প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করে বেগুসরাই কেন্দ্রে বিজেপির গিরিরাজ সিংয়ের কাছে হেরে গেলেও আগামী দিনের নেতা হিসাবে কানহাইয়াই যুবসমাজের প্রথম পছন্দ। কানহাইয়ার চৌখস বক্তৃতা এবং অপ্রতিরোধ্য যুক্তি যুবসমাজের কাছে বরাবরই বিশেষ গ্রহণযোগ্যতা লাভ করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী এই জনপ্রিয়তা এবং নেতৃত্বের ক্ষমতাই ‘ফ্রম বিহার টু তিহার’ বইয়ের লেখককে ফোর্বসের তালিকায় আলাদা আসন তৈরি করে নিতে দিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here