নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার ক্ষীরপাই ডাকবাংলো এলাকায় এবং পিয়ারডাঙ্গা এলাকায় দুটি পৃথক দুর্ঘটনায় ২ জন যুবকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৩ জন যুবক। আহত ৩ জন যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের শারীরিক অবস্থা সঙ্কটজনক ।পুলিশ সূত্রে জানা গেছে যে রবিবার রাতে ঘাটাল থেকে ক্ষীরপাই পুরসভার ১ নম্বর ওয়ার্ডে জগদ্ধাত্রী পুজো দেখে বাড়ি ফেরার সময় ক্ষীরপাই ডাকবাংলো মোড়ে ইলেকট্রিক পোস্টে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক ধাক্কা মারে। ওই বাইকে থাকা ৩ জন যুবক রাস্তার উপর ছিটকে পড়ে ।
আরও পড়ুনঃ বিএসএফের জালে রাণীনগর সীমান্তে ১৫১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার
স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাদের দ্রুত উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সুজয় কদমা, বয়স আনুমানিক ২০ বছর ও অভিরূপ ঘোষ, বয়স আনুমানিক ১৯ বছর,নামে দুই যুবককে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অপর আহত যুবকের অবস্থা সংকটজনক হওয়ায় তার চিকিৎসা চলছে ।
রবিবার অপর দুর্ঘটনাটি ঘটে চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত পিয়ারডাঙ্গা গ্রামে ।একটি বাইকের সঙ্গে এক সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয় । যার ফলে দুইজন রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যায়, তাদের অবস্থা ও সঙ্কটজনক।
আরও পড়ুনঃ মাথাভাঙায় বিজেপি-তৃণমূল সংঘর্ষে বোমাবাজি, গুলিবিদ্ধ ১
রবিবার রাতে এই দুটি পৃথক দুর্ঘটনায় চন্দ্রকোনা টাউন থানা এলাকায় ২ যুবকের মৃত্যু ও ৩ যুবক আহত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চন্দ্রকোনা টাউন থানার পুলিশ সুজয় কদমা ও অভিরূপ ঘোষের মৃতদেহ উদ্ধার করে সোমবার সকালে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায় ।
ওই দুই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের পর তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে । ওই দুটি পথ দুর্ঘটনার ফলে চন্দ্রকোনা টাউন থানা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584