সালারে পথ দুর্ঘটনায় গুরুতর জখম ৩

0
45

কবির হোসেন, মুর্শিদাবাদঃ

টাটাসুমো ও অটোর মুখোমুখি ধাক্কায় গুরুতর জখম তিন। ঘটনাটি ঘটেছে সালার কান্দি রাজ্য সড়কের পাওয়ার হাউস মোড়ে। মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ সালার থেকে ভরতপুর যাওয়ার রুটে যাত্রীবোঝাই একটি অটোর উল্টো দিক থেকে আসা টাটা সুমো প্রথমে অটো ও পরে একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে। এই পথ দুর্ঘটনায় তিনজন আহত হন। আহতের দুই জনকে প্রাথমিক চিকিৎসা পর ছেড়ে দেও য়া হয় ও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর জখম ওই ব্যক্তির নাম আর্জিনা বিবি, বয়স ৫০ বলে জানা গিয়েছে।

Motorcycle accident

মঙ্গলবার সকালে ওই ব্যক্তিরা সালার থেকে অটো ভাড়া করে ভরতপুর দিকে যাচ্ছিল। সেইসময় সালার পাওয়ার মোড়ে উল্টোদিক থেকে আসা একটি টাটাসুমো প্রথমে অটোকে ধাক্কা মারে এবং তারপর আরো একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। সালার থানার পুলিশ ঘটনাস্থল থেকে টাটা সুমোটি আটক করেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ আনিস হত্যার ঘটনায় সাসপেন্ড আমতা থানার ৩ পুলিশ কর্মী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here