নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর সদর ব্লকের এলাইগঞ্জে বিজেপি পার্টি অফিসে হামলায় আহত ৩ বিজেপি কর্মী।অভিযোগের তীর তৃণমূলের দিকে।
বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের ১/৬ পাচকুরি অঞ্চলের এলাইগঞ্জ এলাকায়।দলীয় সূত্রে জানা যায় বিজেপি পার্টি অফিসে বৈঠক চলাকালীন তৃণমূলের কিছু দুষ্কৃতী বাহিনী চড়াও হয় পার্টি অফিস বিজেপি কর্মীদের মারধর করে বলে অভিযোগ।
এই ঘটনায় তিনজন বিজেপি কর্মী আহত হয়েছে,আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বিজেপি জেলা সম্পাদক অরূপ দাস বলেন এলাকায় তৃণমূল সন্ত্রাস করছে তাতে পুলিশ মদদ দিচ্ছে ,এমনই অভিযোগ করেন তিনি।
আরও পড়ুনঃ দুষ্কৃতী হামলায় গুরুতর জখম চা দোকানের মালিক
শুধু তাই নয় পুলিশের সামনেই এই ঘটনাটি ঘটিয়েছে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী।যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করেছে।পাল্টা দাবি বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা।যদিও এই ঘটনার পরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটনাস্থলে কোতোয়ালি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584