নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ছাগলে পিঁয়াজের চারা খেয়ে নেওয়াই দুই পরিবারের মধ্যে শুরু হয় অশান্তি। এরপর হাঁসুয়া দিয়ে চলে এলোপাথাড়ি কোপ, যাতে গুরুতর আহত হয় তিন জন।
মুর্শিদাবাদে বেলডাঙা থানার অন্তর্গত দেবপুর গ্রামে দুই পরিবারের মধ্যে অশান্তিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। জানা যাচ্ছে ছাগল জমিতে ঢুকে পিঁয়াজের চারাগাছ খেয়ে নেয়, সেই জমির মালিক শেরফুল ইসলাম তা বলতে গেলে দুই পক্ষের মধ্যে অশান্তির সৃষ্টি হয়।
আরও পড়ুনঃ কান্দির গোকর্ণে কালীপুজোর প্রসাদ খেয়ে অসুস্থ ৫০জন
এই অশান্তির জেরে আহত হন শেরফুল ইসলাম ও তার দুই ছেলে ইব্রাহিম শেখ এবং বিল্লাল শেখ।সেরফুলের পরিবার, বদর সেক ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন।গুরুতর আহত অবস্থায় তিনজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584