নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
রবিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের চিকনমাটিতে সরকারি জমি দখল করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। এই ঘটনায় আহত হন তিনজন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ৬০ বছর ধরে চিকনমাটির এলাকায় একটি সরকারি জমির উপর মাঠ রয়েছে।
এবং সেখানে স্থানীয় যুবকরা খেলাধুলা করে। এমনকি ওই এলাকার বিভিন্ন অনুষ্ঠানও সেখানে করা হয়। কিন্তু এদিন আচমকাই ওই এলাকার বেশ কয়েকজন দাবি করেন যে সরকারি জমি তাদের পূর্ব পুরুষদের। এমনকি সেই সরকারি জমিতে বাড়ি তৈরি করতে থাকে। এবং সেই সময় স্থানীয়রা বাধা দিলে স্থানীয়দের উপর চড়াও হয় নজরুল তেজমূল,স্বরাজরা। বেধড়ক মারধর করে স্থানীয়দের।
এবং আহত হন তিনজন। এর পরেই স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে উঠে। এবং সরকারি জমির উপর তৈরি করা বাড়িগুলো ভেঙে দিয়ে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় বাসিন্দা মহম্মদ আলম বলেন যে, “এই জায়গাটা দার্জিলিং জেলা ও উত্তর দিনাজপুর জেলার মাঝ সীমান্তের মধ্যে রয়েছে।
আমি ছোট বেলা থেকে এই সরকারি জমিতে খেলাধুলা করেছি। কিন্তু এদিন আচমকাই আমাদের এলাকার নজরুল তেজমূল,স্বরাজরা দাবি করেন সেই জমিটা তাদের। এরপর উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার পুলিশ আচমকাই বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে বাড়ি তৈরির কাজ শুরু করতে থাকে।
আরও পড়ুনঃ বালুরঘাটে লেপ-তোষক তৈরির দোকানে আগুন
এবং আমরা সবাই মিলে গিয়ে পুলিশের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাই। কিন্তু পুলিশ কোন কাগজ পত্র দেখাতে পারেনি। এমনকি পুলিশ আমাদের বাধা দেয়। কিন্তু আমরা কোন ভাবেই এই সরকারি জমি দখল করতে দেব না।”
আরও পড়ুনঃ পাঁচগ্রামে মোবাইলের ব্যাটারী ব্লাস্ট হয়ে গুরুতর জখম এক যুবক
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর বিধাননগর থানার পুলিশ গিয়ে স্থানীয়দের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। অপরদিকে যাদের বিরুদ্ধে সরকারি জমি দখল করার অভিযোগ তাদের সাথে যোগাযোগ করা চেষ্টা করা হলেও কোন রকম ভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584