কালনায় পৃথক দুটি বাইক দুর্ঘটনায় আহত ৩

0
158

শ্যামল রায়,কালনাঃ

three injured in the bike accident
আহত দুই।নিজস্ব চিত্র

শনিবার একটি ট্রাক অপর আর একটি ট্রাককে ওভারটেক করার সময় উল্টো দিক থেকে আসা একটি বাইককে ধাক্কা মারে। কালনা-বর্ধমান সড়কের রানিবন্দ গ্রামের নিকট শনিবার দুপুরে ঘটে যাওয়া ঘটনায় দুই জন বাইক আরোহী গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে দেন।সেখানেই তাদের চিকিৎসা চলছে।আহত জামিনি মাঝি ও রাজীব বাগের বাড়ি কালনা থানার নান্দাই গ্রাম পঞ্চায়েতের খানপুর গ্রামে।এই যুবকরা এদিন বাইক নিয়ে বর্ধমানের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

three injured in the bike accident
চিকিৎসাধীন আহত।নিজস্ব চিত্র

অপর বাইক দুর্ঘটনায় হাতের শিরা ছিঁড়লো বাইক চালক।ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় কালনার বৈদ্যপুর রথতলার সন্নিকট বৈদ্যপুর- টোলা সড়কে।

আরও পড়ুনঃ জমির দখল ঘিরে বিবাদ ভাইয়ে-ভাইয়ে,আহত ৭

কালনার অকালপৌষ গ্রাম পঞ্চায়েতের সারপুকুর গ্রামের বাসিন্দা মোহন্ত ঘোষ নামের এক যুবক বাইকে করে স্ত্রী সন্তানকে নিয়ে হুগলির ইনছুরা গ্রামে বোনের বাড়ি যাচ্ছিলেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ বৈদ্যপুর রথতলার নিকট দুর্ঘটনার মধ্যে পড়েন।

একটি ডিসিএম গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোহন্ত ঘোষ বাইক নিয়ে পড়ে যান।

স্ত্রী সন্তান অক্ষত থাকলেও হাতের শিরা ছিঁড়ে যায় চালক মোহন্তর,শুরু হয় ব্যাপক মাত্রায় রক্তক্ষরণ।

প্রথমে তাকে বৈদ্যপুর পরে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। শনিবার দুপুর পর্যন্ত সেখানে চিকিৎসারত থাকলেও তার রক্তক্ষরণ বন্ধ হয়নি।শেষে বর্ধমান মেডিকেল কলেজে  স্থানান্তর করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here