নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ভোটের আবহে বাড়ছে রাজনৈতিক হিংসা। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্বেও বিশেষ কোন ফল পাওয়া যাচ্ছেনা। এবার মিনাখাঁয় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। গুরুতর জখম অবস্থায় কলকাতার এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত বারিক মোল্লাকে।
তাঁর গায়ে ও পাঁজরে গুলি করা হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার রাতের এই ঘটনায় তৃণমূলের অভিযোগের তীর আইএসএফের দিকে। স্থানীয় কয়েকজন এই ঘটনাকে দুষ্কৃতীদের কাজ বলে উল্লেখ করেছেন। তবে এই ঘটনায় সোমবার তিন আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
স্থানীয় সূত্রে খবর, বেশকিছু দিন ধরেই বাড়ি ছাড়া ছিলেন বারিক। দু’দিন আগেই বাড়ি ফেরেন তিনি ।
আরও পড়ুনঃ ‘এক পায়ে বাংলা জয়, দু’পায়ে দিল্লি!’ চুঁচুড়া থেকে মমতার হুঙ্কার
আচমকাই রবিবার রাতে তাঁর বাড়িতে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। বারিকের বাড়ি ও তাঁকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ। পুলিশের দাবি, খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়। বারিকের গায়ে ও পাঁজরে গুলি লাগে। প্রথমে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও পরে কলকাতার হাসপাতালে রেফার করা হয়।
প্রথমে এই ঘটনার পিছনে দুষ্কৃতীদের হাত রয়েছে বলে দাবি করলেও পরে ঘাসফুল শিবির দাবি করেছে, সিপিএমের সঙ্গী আইএসএফের কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে সংযুক্ত মোর্চা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই আক্রান্ত হয়েছেন তৃণমূল কর্মী বারিক মোল্লা।
এই হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যে তিন আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584