মহববুল হক,নিউজ ফ্রন্ট,হরিশ্চন্দ্রপুর,২৩ অক্টোবর:
বিদ্যুৎ পিষ্ট হয়ে একই পরিবারের তিন জনের মর্মান্তিক মৃত্যু ঘটল,১জন গুরুতরভাবে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।ঘটনাটি এদিন সকাল ৬টার সময় ঘটে হরিশ্চন্দ্রপুরের সুলতান নগর অঞ্চলের চকসাতন গ্রামে।
মৃতরা হলেন বছর পঁয়তাল্লিশের মহাবল দাস, তার স্ত্রী শকুন্তলা দাস(৪০)তাদের চার বছরের নাতনি ললিতা দাস।বর্তমানে আহত হয়ে হরিশ্চন্দ্র পুর হাসপাতালে ভর্তি তাদের বারো বছরের ছেলে জয় দাস।পেশায় দিনমজুর মহাবল দাস এর আহত জয় দাস ছাড়াও আরো দুই ছেলে গণেশ দাস,কার্তিক দাস,এবং এক বিবাহিতা মেয়ে আছে।বড় ছেলে গণেশ দাস দিন মজুরের কাজে ভিন রাজ্যে রয়েছেন।বাড়ির টিনের চালাতে বৈদ্যুতিক ফ্লেকক্সিবল তার লিক হওয়ার জন্য নিচু টিনের চালাযুক্ত কুড়ে ঘরে তড়িৎ প্রবাহ ঘটে যার ফলে এই ঘটনা বলে জানান ভাস্কর পাসওয়ান,বিমল সিং,শক্তি মন্ডল প্রমুখ পাড়ার লোকেরা।
এলাকার বাসিন্দা বিশিষ্ট শিক্ষক তথা সমাজসেবী রফিকুল আলম বলেন- এই মর্মান্তিক সংবাদ পাওয়া মাত্র আমি ঘটনাস্থলে ছুটে যায়।মহাবল দাস সহ তাঁর পরিবারের মৃত্যুতে চকসাতনবাসীর সাথে সাথে আমিও গভীর শোকাহত।আমি সরকারের কাছে জয় দাসের চিকিৎসার বন্দোবস্ত ও মহাবল দাসের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি।একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
হরিশ্চন্দ্রপুর থানার আই.সি.সঞ্জীব বিশ্বাস জানান-চকসাতন গ্রামের একই পরিবারের তিনজন সদস্যের মৃত্যুর সংবাদ পেয়েছি।মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।ঘটনার যথাযথ তদন্ত করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584