ওয়েবডেস্ক, নিউজ, ফ্রন্ট:
মহারাষ্ট্রের পালঘরে দুই সাধু সহ মোট তিন জনকে গণপিটুনিতে হত্যার ঘটনায় দেশব্যাপী চাঞ্চল্য ছড়িয়েছে ।
গত শুক্রবার গভীর রাতে মহারাষ্ট্রের পালঘরের গড়পাঞ্চোলী গ্ৰাম দিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষ তাদের গাড়ি আটক করে। মুহুর্তের মধ্যে গুজব রটে যায় যে তাঁরা ছেলে ধরা এবং বাচ্চাদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কেটে নিয়ে বিক্রির ব্যবসা করে। তারপরে শুরু হয় গণপিটুনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক বয়স্ক সাধুকে পুলিশের সামনেই উন্মত্ত জনতা আক্রমণ করছে।
এই গণপিটুনির ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যাদের মধ্যে ২ জন সাধু ও আরেকজন তাদের গাড়ির চালক।
ইতিমধ্যে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ১০১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন যারা যারা এই নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত তারা কেউ রেহাই পাবে না। সেই সঙ্গে ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার।
The Palghar incident has been acted upon. The police has arrested all those accused who attacked the 2 sadhus, 1 driver and the police personnel, on the day of the crime itself.
— CMO Maharashtra (@CMOMaharashtra) April 19, 2020
মূলত তপশিলি জাতি ও উপজাতি অধ্যুষিত এই অঞ্চলে গ্রামের জনসংখ্যা বেশ কম। ২০১১ সালের জনগণনা অনুসারে ২৪৮ পরিবারের বসবাস। জনসংখ্যা মোটামুটি ১২০০ এর আশেপাশে। মোট জনসংখ্যার ৯৯.১৭ শতাংশ তপশিলি জাতি ভুক্ত এবং ০.৮ শতাংশ তপশিলি উপজাতি ভুক্ত।
The cruelty with which the mob lynching in #Palghar happened, is beyond inhuman.
I demand a High Level Enquiry and strictest action be taken at the earliest.#Maharashtra #Mumbai pic.twitter.com/LgcxjTzC33— 🙏RANA VIRENDRASINH _7🙏 (@RANAVIRENDRAS18) April 20, 2020
ঘটনায় মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ তীব্র প্রতিক্রিয়া জানিয়ে টুইট বার্তায় লেখেন যে ঘটনার ছবি দেখে যা বোঝা যায় গণপিটুনির ঘটনা অমানবিক এবং নৃশংস। তিনি রাজ্য সরকারের কাছে এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি এবং জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।
ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই উত্তাল সশ্যাল মিডিয়া। সেখানে বিশেষ করে টুইটারে বিদ্বেষমূলক ও উস্কানিমূলক মন্তব্য লক্ষনীয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584