রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
তিন কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ উঠল শাসকদলের পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে।শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ কান্দি থানার অন্তর্গত দোহালিয়া দাসপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্ৰামের মধ্যে একটি আইসক্রিম মিল আছে সেই মিলের জল যাওয়ার নালার মাটি পরিস্কার করাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে।কিছু কংগ্রেস কর্মী নালা পরিস্কার করছিলেন।সেই সময় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তার দলবলদের নিয়ে চড়াও হয় কংগ্রেস কর্মীদের উপর।
আরও পড়ুনঃ ফের বাম প্রার্থীর ওপর আক্রমনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তারা সবাই লাঠি শাবল নিয়ে বাড়িতে ঢুকে মারধর করে।ফলে তিনজন কংগ্রেস কর্মী গুরুতর আহত।ঘটনা দেখে ছুটে আসে গ্রামের স্থানীয় মানুষরা,তারা আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করে।
আহতদের মধ্যে একজন মহিলাও ছিলেন।
আহত সাগরীকা দাস , মধুসূদন দাস ও অজয় দাস। এদের মধ্যে মধুসূদন দাসের অবস্থা আশঙ্কাজনক।তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584