শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
২০১৯ সালের মার্চ মাসে উত্তরপ্রদেশের মাহোবার এই ঘটনায় শনিবার সাজা ঘোষণা করে আদালত। ১৫ বছরের এক নাবালিকাকে লাগাতার তিনমাস ধরে গণধর্ষণের অপরাধে ৩ জনকে ২০ বছরের কারাদণ্ডের সাজা শোনালো উত্তরপ্রদেশের একটি আদালত।
পাশাপাশি প্রত্যেক অপরাধীকে ৩২হাজার টাকা করে জরিমানাও করেছে আদালত। এডিশনাল ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট কাউন্সেল পুষ্পেন্দ্র কুমার মিশ্র জানিয়েছেন, এডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন কোর্টের স্পেশ্যাল জাজ সন্তোষ কুমার যাদব এই রায় দেন।
১৫ বছর বয়সী এক নাবালিকা এই তিন ব্যক্তির হাতে গণধর্ষণের শিকার হন ২০১৯ সালের মার্চ মাসে। শুধু তাই নয়, এই তিন জন মিলে নাবালিকাকে বাধ্য করে লাগাতার তিন মাস তাঁদের সাথে যৌন সম্পর্ক চালিয়ে যেতে। এর ফলে সন্তানসম্ভবা হয়ে পড়েন নির্যাতিতা কিশোরী।
আরও পড়ুনঃ যৌন হেনস্থা ও ধর্ষণের চেষ্টায় খোয়া গেল পুরুষাঙ্গ
এরপর জুলাই মাসে ওই তিনজন মেয়েটিকে জোর করে গর্ভনিরোধক ওষুধ খেতে বাধ্য করে। এর প্রতিক্রিয়ায় নিজের বাড়িতে হঠাৎ করেই একদিন সংজ্ঞা হারায় ওই কিশোরী। তারপরে পরিবারের লোকজনকে গোটা ঘটনার বিবরণ দেয় সে। গোটা বিষয়টি জানার পরে আইনের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584