শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
লকডাউনের দ্বিতীয় দফা চললেও এখনও পর্যন্ত কোনও সরকারি সাহায্য মেলেনি। তাই এই পরিস্থিতির জেরে অনাহারে দিন কাটছে বংশীহারী ব্লকের ঘাসিপুর এলাকার সুরজমুনি, পানমুনি ও প্রসেনজিৎ মার্ডি নামক এই তিন অনাথ শিশুর।
জানা যায়, মা মারা যাবার কিছু দিনের মধ্যেই পিতা ও নিরুদ্দেশ হয় তাদের। এদিকে দেশে মহামারী রুখতে চলছে লকডাউন। আর এই সময় একেবারে অনাহারে দিন কাটাচ্ছে বাবা মা হারা এই তিন শিশু। তাই দুবেলা দুমুঠো খাবারের আশায় প্রতিবেশীদের সাহায্যের দিকেই চেয়ে থাকতে হয় তাদের।
আরও পড়ুনঃ লকডাউনে পর্যাপ্ত মূল্য না পাওয়ায় ক্ষোভে ফসল কেটে ফেললেন কৃষকরা
তাই এহেন পরিস্থিতিতে, অবিলম্বে প্রশাসন কিংবা কোন সহৃদয় ব্যক্তি যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়,তারই কাতর আর্জি জানায় মার্ডি পরিবারের এই তিন ক্ষুদে সদস্য।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584