সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
নিখোঁজ হওয়ার তিন মাস পর দিল্লীর গাজিয়াবাদ থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। একইসাথে গ্রেফতার পাচারকারী।
জানা যায়, গত তিনমাস আগে মগরাহাট থানা এলাকার একাদশ শ্রেনীর নাবালিকা ছাত্রী নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন মগরাহাট থানার দ্বারস্থ হন। ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ তিন মাস পর দিল্লীর গাজিয়াবাদ থেকে নাবালিকাকে উদ্ধার করে।
আরও পড়ুনঃ এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম জারি
পুলিশের দাবি, গত তিনমাস আগে নকল বিয়ে করে দিল্লীর গাজিয়াবাদে নাবালিকা ছাত্রীকে বিক্রি করে দেয় ডায়মন্ড হারবার থানা এলাকার বাসুলডাঙার বাসিন্দা রফিকুল পুরকাইত। এরপরে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে নাবালিকার হদিশ পায়। সেই মত দিল্লীর গাজিয়াবাদ থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।
পুলিশের দাবি, একাধিক নারী পাচারে হাত রয়েছে অভিযুক্ত যুবক রফিকুলের। ধৃতকে এদিন ডায়মন্ড হারবার আদালতে তোলা হয়। ১৮ তারিখ অভিযুক্তকে হোটর ষ্টেশন থেকে গ্রেফতার করে।গাজিয়াবাদের শাহিদপুর থানা এলাকা থেকে উদ্ধার হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584