ফের মালদহে আরও তিন আক্রান্ত, জেলায় মোট আক্রান্তের ১০

0
93

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

মালদহ জেলায় একের পর এক করোনা আক্রান্তের হদিস মিলছে। শুক্রবারের পর শনিবার নতুন করে আরও তিনজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এনিয়ে মালদায় ১০ জনের পজিটিভ রিপোর্ট এল।

ambulance | newsfront.co
প্রতীকী চিত্র

গতকাল হরিশ্চন্দ্রপুরের চারজনের করোনা পজিটিভ ধরা পড়েছিল। এদিন হরিশ্চন্দ্রপুরেরই আরও তিনজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। হরিশ্চন্দ্রপুরের সাতজনই আজমের থেকে ফিরেছিলেন।

আরও পড়ুনঃ চিকিৎসার জন্য কেউ থাকবে না রাজ্যে, মুখ্যসচিবকে ফের চিঠি

উল্লেখ্য, শুক্রবার একদিনে চার করোনা আক্রান্তের হদিস মিলেছিল মালদায়। এরা সকলেই হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে দু’জন মহিলা, দু’জন পুরুষ ছিলেন। তবে রতুয়ার আক্রান্ত এক বৃদ্ধা শিলিগুড়িতে চিকিৎসার পর সুস্থ হয়ে ফিরে আসছেন।

মেডিকেল কলেজ সূত্রে খবর, এদিন যাঁদের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে, তাঁরা রাজস্থানের আজমের থেকে সরকারি উদ্যোগে বাড়ি ফিরেছিলেন। আক্রান্তদের মালদহের কোভিড হাসপাতালে রাখা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here