নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
শনিবার বিধানসভা নির্বাচনের ভোটদানে নামল দিল্লি। সকাল ৮টা থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ পর্ব। এই পর্ব শেষ হবে সন্ধ্যা ৬টায়। দিল্লি বিধানসভা নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ে সামিল আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেস।
সর্বভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৬৭২, যাঁদের মধ্যে ৭৯% মহিলা। গত বিধানসভা ভোটে এই সংখ্যা ছিল ৬৬। জানা গেছে, ৭৯% মহিলা প্রার্থীর মধ্যে ১১ জন মহিলা প্রার্থীর গড় বয়স ৭১ থেকে ৮০ বছর।
My sixth sense is saying that BJP will form government in Delhi, says Manoj Tiwari
Read @ANI story | https://t.co/Hy5fui81DT pic.twitter.com/CTFWBQblwy
— ANI Digital (@ani_digital) February 8, 2020
পাশাপাশি এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৪৭ লাখেরও বেশি। এর মধ্যে মহিলা ভোটার রয়েছেন ৪৫%। এ বারের ভোটে ২ লক্ষেরও বেশি রয়েছে নতুন ভোটার, যাঁদের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।
আজ বিজেপির দিল্লি সভাপতি মনোজ তিওয়ারি বলেছেন, তাঁর মনে হচ্ছে বিজেপিই এবার সরকার গড়বে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584