নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কর্ণাটকের মান্দ্যায় এক মন্দিরে তিন পুরোহিত গণেশ, প্রকাশ ও আনন্দের মৃতদেহ উদ্ধার হয় আজ সকালে। পুলিশ জানিয়েছে তিনটি মৃতদেহেরই মাথায় গভীর ক্ষত ছিল, প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ ডাকাতির উদ্দেশ্যেই খুন করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। পূর্ব মান্দ্যা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ আধিকারিক জানিয়েছেন প্রকাশ, গণেশ ও আনন্দ তিনজনের মাথা বোল্ডার জাতীয় কিছু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ জলঙ্গি সীমান্ত থেকে ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
তার সাথে লক্ষ্যনীয় প্রনামি বাক্সে মাত্র কয়েকটি কয়েন ছাড়া আর কিছু ছিলোনা । এই থেকেই পুলিশের সন্দেহ ডাকাতির উদ্দেশ্যেই খুনগুলি হয়েছে। স্নিফার ডগ ও ফরেনসিক দপ্তর ঘটনাস্থলে রয়েছে, তাদের সাহায্য নেওয়া হচ্ছে অপরাধীদের সূত্র খোঁজার জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584