শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বাসভাড়া বৃদ্ধি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে ট্রেন চালু না হওয়ায় বাস চালিয়েও বিপুল ক্ষতির মুখে পড়তে হচ্ছে শহরের বাস রুটগুলিকে। এই অবস্থায় শনিবার সকাল থেকে নাগেরবাজারের তিনটি বাস রুটে বাস বিপুল হারে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বাসমালিক সংগঠন।
প্রসঙ্গত, নাগেরবাজারের বাস মালিকদের তিনটি সিন্ডিকেট আছে। একটি বিজেপি, একটি সিপিএম এবং একটি তৃণমূল কংগ্রেস সমর্থিত। এর মধ্যে শনিবার থেকে বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি ও সিপিএম সমর্থিত সিন্ডিকেটের মালিকরা।
আরও পড়ুনঃ শান্তির ললিত বাণী বিতরণ করে বেড়াবো? পোস্টের জবাবে পাল্টা প্রশ্ন দিলীপের
২০২ (নাগেরবাজার থেকে সায়েন্স সিটি), নাগেরবাজার থেকে হাওড়া স্টেশন পর্যন্ত মিনিবাস এবং ৩সি/১ (নাগেরবাজার থেকে আনন্দপুর) এই তিনটি রুটের বাস শনিবার থেকে বিপুল হারে কমিয়ে দেওয়া হবে। জানা গিয়েছে, এই তিনটি রুটে যে হাতেগোনা কয়েকটি বাস তৃণমূল সমর্থিত মালিকদের হওয়ায় সেগুলি চলবে।
তবে বন্ধ বাসের চালক ও কন্ডাক্টররা বাধা দিলে তৃণমূল সমর্থিত সিন্ডিকেটের মালিকরা বাস বন্ধ রাখবেন বলেও ইঙ্গিত দিয়ে রেখেছেন। ফলে শনিবার থেকে ওই এলাকায় যাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584