নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
আবার মাদক পাচারের খবরের শিরোনামে মালদহের কালিয়াচক। এবারে পুলিশের হতে ধরা পড়ল ব্রাউন সুগার পাচারচক্রের মূল পাচারকারী সহ ৩ জন। বিপুল পরিমাণে ব্রাউন সুগার ও নগদ টাকা সহ তিন পাচারকারীকে গ্রেফতার করলো মালদহর কালিয়াচক থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ৩৪ নম্বর জাতীয় সড়কের বালিয়াডাঙ্গা এলাকা থেকে ব্রাউন সুগার সহ একটি গাড়ি আটক করে। সোমবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ,ধৃতরা হলেন,কালিয়াচক থানার শেরসাহি গ্রামের রাজ্জাক শেখ(৪৯) ,মহম্মদ সাহিম শেখ(২৩)।
অপর ধৃত সামাউল শেখ(৩২)দক্ষিণ রায়পুর গ্রামের বাসিন্দা।ধৃতদের হেফাজত থেকে পুলিশ উদ্ধার করেছে ৪০০ গ্রাম ব্রাউন সুগার,৯ লক্ষ ভারতীয় আসল টাকা। একটি চার চাকার লাক্সারি গাড়ি। পুলিশ জানিয়েছে, ব্রাউন সুগার পাচার চক্রের মূল পান্ডার খোঁজে তদন্তে নামে মালদহ জেলা পুলিশ।
আরও পড়ুনঃ পরিমাণ নিয়ে বিভ্রান্তি, গোয়ালপোখরে রেশন গ্রাহকদের বিক্ষোভ
গোপন খবরে অভিযান চালিয়ে তিনজন ব্রাউন সুগার পাচার চক্রের মূল পাচারকারীকে আটক করে। রবিবার রাতে বালিয়াডাঙ্গা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে মারুতি গাড়িটি আটকায় কালিয়াচক থানার পুলিশ। তল্লাশিতে উদ্ধার হয় ব্রাউন সুগার ও টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ,উদ্ধার হওয়া টাকা গুলি ও ব্রাউন সুগার রাজ্যের বিভিন্ন প্রান্তে পাচার করার বদলেই এই টাকা তারা পেয়েছে।
উদ্ধার হওয়া ব্রাউন সুগার গুলিও পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ধৃতরা বলে প্রাথমিক অনুমান পুলিশের। ব্রাউন সুগার পাচার চক্র ভেদ করতে জোরালো তদন্তে নেমে সাফল্য পেল কালিয়াচক থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584