নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করলো একটি বাজি বোঝাই গাড়ি। বাজি গুলি বিভিন্ন জায়গায় সাপ্লাইয়ের অর্ডার ছিল বলে অভিযুক্তরা জানায়। সেই সাথে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। শুক্রবার ভোররাতে কোতোয়ালি থানার পুলিশ মেদিনীপুর শহরের নতুন বাজার এলাকা থেকে বাজির গাড়িটি আটক করে।
ওই গাড়িতে থাকা তিনজনকে কোতোয়ালি থানার পুলিশ গ্রেফতার করে। ধৃতদের শুক্রবার মেদিনীপুর আদালতে তোলা হলে মেদিনীপুর জেলা আদালতের ভারপ্রাপ্ত বিচারক ধৃতদের জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাদের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
আরও পড়ুনঃ শোপিয়ান এনকাউন্টারে ১ কমান্ডার সহ খতম ৪ আল-বদর জঙ্গি: আইজিপি কাশ্মীর
পুলিশ সূত্রে জানা যায় যে তারা কোন বৈধ কাগজ দেখাতে পারেনি। ওই তিনজন কোথায় বাজি নিয়ে যাচ্ছিল এবং কাদের সেই বাজি দেওয়ার জন্য ওরা মেদিনীপুরে এসেছিল তা তদন্ত করে দেখার কাজ শুরু করা হয়েছে।
তবে বাজি ভর্তি এক গাড়ি উদ্ধার হওয়ার ঘটনায় মেদিনীপুর শহরের নতুন বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। করোনা পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় অনুষ্ঠান এখন বন্ধ রাখা হয়েছে। তা সত্ত্বেও এই সময় কোথায় তারা বাজি নিয়ে যাচ্ছিল তা নিয়ে তদন্ত করছে কোতোয়ালি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584