পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
জাতীয় সড়কে যাত্রী সেজে লড়ি চালকদের থেকে ছিনতাই চক্রের তিন পান্ডাকে ধরে পুলিশের হাতে তুলে দিল চালক ও স্থানীয়রা। জানা গিয়েছে, ডালখোলা থেকে ফারাক্কা যাবার পথে পাঁচজন লড়িতে উঠে। ফারাক্কা থানা এলাকার বল্লালপুর এলাকা আসতেই চালককে লড়ি থামাতে বলে দুষ্কৃতীরা।
আরও পড়ুনঃ হাতেনাতে ধৃত মোবাইল ছিনতাইকারীকে গণধোলাই
চালক লড়ি থামতেই তাঁর গলায় চাকু ধরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ৬০ হাজার টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।এদিন ফের ওই লড়িটি শিলিগুড়ি যাবার পথে ডালখোলা থানার মিঠাপুর এলাকায় ওই দুষ্কৃতীদের দেখতে পায় চালক।
দুষ্কৃতীদের দেখে চিনতে পেরে চালক চিৎকার শুরু করলে উপস্থিত চালকরা ও স্থানীয়রা দুষ্কৃতীদের ধরে ফেলে।তিন দুষ্কৃতীকে ধরতে পারলেও বাকি দুই দুষ্কৃতী পালিয়ে যায়।ধৃত ওই তিন দুষ্কৃতীকে ডালখোলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতরা প্রত্যেকেই ফারাক্কা এলাকার বাসিন্দা আসরাউল শেখ, আব্দুল সামাদ ও রফিকুল ইসলাম বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584