নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
বিষাক্ত জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন ৩ জন। লকডাউনের মধ্যে পানীয় জলে বিষের আতঙ্কে সরকারি সাব মার্শাল থেকে জল খাওয়া বন্ধ করলো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মোল্লাবাড়ি গ্রামে। জানা গিয়েছে, মোল্লাবাড়ি গ্রামে প্রায় ৭০০ পরিবার বসবাস করে।

এই সমস্ত পরিবারকে ওই গ্রামে থাকা একটি মাত্র সরকারি সাব মার্শাল পাম্পের পানীয় জলের উপর ভরসা করে থাকতে হয়। শুক্রবার সকালে কয়েক জন গ্রামবাসী সাব মার্শাল পাম্প থেকে পানীয় জল সংগ্রহ করার সময় কটু গন্ধ পান। তাদের সন্দেহ হয় ওই জলের বিষ প্রয়োগ করা হয়েছে।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে কড়া লকডাউন,গ্রেফতার ৫
এর মধ্যে এলাকার ৩ জন গ্রামবাসী ওই জল খাওয়ার পরই তারা অসুস্থ বোধ করেন। তারপর থেকেই মোল্লাবাড়ি গ্রামজুড়ে পানীয় জলের বিষ রয়েছে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাব মার্শাল থেকে পানীয় জল সংগ্রহ বন্ধ হয়ে যায়। খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে। এলাকায় পৌঁছান পঞ্চায়েত প্রতিনিধিরা। তারা গ্রামবাসীদের আশ্বস্ত করেন। তবে বন্ধ করে দেওয়া হয়েছে পানীয় জলের উৎসটিকে। প্রকৃত কি ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584