রায়গঞ্জের তিন গ্রাম ‘কন্টেইনমেন্ট জোন’

0
444

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমা এলাকায় তিন রোগীর করোনা রিপোর্ট পজিটিভ আসতেই তৎপর জেলা প্রশাসন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান জানিয়েছেন, আক্রান্তদের তিনটি গ্রাম শ্যামপুর, ঘোরই ও রণহট্টাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। আক্রান্ত তিন জনের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের কোয়ারান্টাইনে রাখা হচ্ছে। সকলের টেস্ট করা হবে।

containment zone | newsfront.co
প্রতীকী চিত্র

তবে, অযথা আতঙ্কের কোনও কারণ নেই বলেও জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। রায়গঞ্জের শ্যামপুর ও ঘোড়ই এবং হেমতাবাদের রণহট্টা এলাকায় তিন রোগীর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। গত ৭ মে ওই তিনজনের সোয়াব স্যাম্পল মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে টেস্টের জন্য পাঠানো হয়ছিল। এদিন রিপোর্ট আসার পরেই স্বাস্থ্য দপ্তর সরকারি প্রোটোকল মেনে কাজ শুরু করেছে।

আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের মধ্যে ৪ জন করোনা আক্রান্ত মালদহে

সূত্রের খবর, কলকাতার তপসিয়ায় শ্রমিকের কাজ করতেন আক্রান্ত তিনজন। সাইকেল নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসেন তাঁরা। জ্বর, সর্দিকাশি থাকায় তাদের লালারস সংগ্রহ করা হয়৷ এরপর তাদেরকে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। এদিন রিপোর্ট আসার পরেই তিন রোগীকে বাড়ি থেকে উদ্ধার করে রায়গঞ্জের কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here