সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
কুলতলি বিডিও অফিসে বৃহস্পতিবার আমপান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা সরকারি ক্ষতিপূরণের আবেদনপত্র নিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন। সেই অবস্থায় হুড়োহুড়ি পড়ে যাওয়ায়, ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা গায়েন,অসীমা হালদার ও মধুমিতা গায়েন নামের তিন জন মহিলা।

তিনজনকেই সাথে সাথে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কুলতলির ব্লক হাসপাতালে। সেখানে দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সন্ধ্যা গায়েনকে হাসপাতালে স্যালাইন দিতে হচ্ছে। যদিও পরে কুলতলি থানা থেকে বিশাল পুলিশবাহিনী এসে ভিড় নিয়ন্ত্রণ করে পরিস্থিতি স্বাভাবিক করে।
আরও পড়ুনঃ শিলিগুড়ি মহকুমার বিধাননগরে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
এদিনই আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিন থাকায় ব্লকের বিভিন্ন এলাকা থেকে ক্ষতিগ্রস্ত মানুষ সরকারি অনুদানের আশায় সকাল থেকে আবেদন পত্র জমা দেওয়ার জন্য ভিড় জমিয়ে ছিল। আর সেই সময় হুড়োহুড়ি শুরু হলে বিপত্তি ঘটে। সেই ঘটনায় পদপিষ্ট হন ওই তিনজন মহিলা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584