এক টাকার কয়েন গিলে বিপত্তি সাড়ে তিন বছরের শিশুর

0
78

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Three year child Swallow one rupee coin
আমান সর্দার।নিজস্ব চিত্র

বারুইপুর সীতাকুন্ডতে খেলতে খেলতে শিশুর গলায় আটকে গেল কয়েন।পাশের ভাড়াটিয়ার ঘরের বিছানায় পড়ে ছিল এক টাকার একটি কয়েন।খেলতে খেলতে সেই কয়েনই গিলে ফেলে সাড়ে তিন বছরের শিশু আমন সর্দার।কয়েন আটকে যায় আমনের গলাতে।

Three year child Swallow one rupee coin
আজিজুল সর্দার।নিজস্ব চিত্র
Three year child Swallow one rupee coin
এক্সরে চিত্রে আটকে থাকা কয়েন।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ নারী ও শিশু পাচার রুখতে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন

হইচই পড়ে যায় বাড়িতে।শিশুর গলায় কয়েন আটকে যাওয়ার ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমনকে নিয়ে তাড়াতাড়ি পরিবেরের লোকজন হসাপাতালে যান।সেখান থেকে শিশুকে পাঠানো হয়েছে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে।সোমবার বিকালে বারুইপুরের উত্তরবাজে ওরঞ্চর মিতালির মোড়ের ঘটনা।আমনের বাবা আজিজুল সর্দার।

Three year child Swallow one rupee coin
নিজস্ব চিত্র

তার একটি মুদির দোকান রয়েছে।ছেলের এমন অবস্থায় দিশেহারা বাবা।আমনকে নিয়ে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে আসেন।চিকিৎসকরা সঙ্গে সঙ্গে ওই শিশুর বুকের এক্সরে করেন।আজিজুল জানান, এক্সরের ছবিতে ওই কয়েনকে পাঁজরের নীচে আটকে থাকতে দেখা গেছে। চিকিৎসকরা তাঁকে পরামর্শ দিয়েছেন ছেলেকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য।একই সাথে কলা খাওয়াতে পরামর্শ দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here